1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
করোনা তুমি যাও চলে(কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

করোনা তুমি যাও চলে(কবিতা)

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩২৪ Time View

 করোনা তুমি যাও চলে
শহীদুল ইসলাম

এমন শিষ্টাচার
মানুষের ভিড়ে রেখে যাও
মানুষ এক হোক আবার।

পৃথিবীটা হোক একটা দেশ
প্রতিযোগিতার কাঁটুক রেশ।

শেষ হয়ে যাক দ্বন্দ্ব
রাম রহিমের বিবেদ করা
এবার কর বন্ধ।

করোনা তুমি যাও চলে
শুধু যাবার সময় যাও বলে।

পৃথিবীটাই একটা দেশ
মানুষ তোমরা থাকো বেশ।

প্রকৃতিটা সাজছে ভীষণ
কমছে দেখ বায়ু দূষণ।

নদীর জলে মাছের খেলা।
তীরে তীরে কাকড় ঝিনুক
বসিয়েছে দারুন মেলা।

আকাশ নীলে পাখিদের পাল
আগামী ভোর দেখবে সবে
সবার জন্য শুভ সকাল।

সকালটা হোক খুব জোড়ে
সূর্য উঠুক লাল করে।

করোনা তুমি যাও চলে
মানুষে মানুষে শিষ্টাচার
এতটুকু যাও রেখে।

ধর্মের রেশ, কেঁটে হোক শেষ।
মানুষ হোক বিনম্র অশেষ।

মানুষে মানুষে মিলে
সাম্য আসবে ফিরে।
করোনা তুমি যাও চলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...