করোনা তুমি যাও চলে
শহীদুল ইসলাম
এমন শিষ্টাচার
মানুষের ভিড়ে রেখে যাও
মানুষ এক হোক আবার।
পৃথিবীটা হোক একটা দেশ
প্রতিযোগিতার কাঁটুক রেশ।
শেষ হয়ে যাক দ্বন্দ্ব
রাম রহিমের বিবেদ করা
এবার কর বন্ধ।
করোনা তুমি যাও চলে
শুধু যাবার সময় যাও বলে।
পৃথিবীটাই একটা দেশ
মানুষ তোমরা থাকো বেশ।
প্রকৃতিটা সাজছে ভীষণ
কমছে দেখ বায়ু দূষণ।
নদীর জলে মাছের খেলা।
তীরে তীরে কাকড় ঝিনুক
বসিয়েছে দারুন মেলা।
আকাশ নীলে পাখিদের পাল
আগামী ভোর দেখবে সবে
সবার জন্য শুভ সকাল।
সকালটা হোক খুব জোড়ে
সূর্য উঠুক লাল করে।
করোনা তুমি যাও চলে
মানুষে মানুষে শিষ্টাচার
এতটুকু যাও রেখে।
ধর্মের রেশ, কেঁটে হোক শেষ।
মানুষ হোক বিনম্র অশেষ।
মানুষে মানুষে মিলে
সাম্য আসবে ফিরে।
করোনা তুমি যাও চলে।