অপশক্তি
মোঃরিমন মোল্লা
—————————
ক্ষমতার দাপটে ত্রান মেরে খাও যারা,
গরীবের কষ্ট কেনো বোঝোনা তোমরা?
ক্ষুধার জ্বালায় যাচ্ছে মরে,
পায়না তবু খাদ্য;
অনাহারে চিৎকার করে,
গরীব দুঃখী নিম্নমধ্যবিত্ত।
প্রভু তুমি নিশ্চুপ কেনো?
দেখাও অপশক্তির শাস্তি।
ত্রান মেরে ঠকালো যে,
সেইতো হলো গরীবেরই চিরো শত্রু।
সবাই যারে ঘৃণা করে
সেই তো হলো শ্যাশরা চোর।
যতদিন এদেশের মাটিতে একটি মানুষ থাকবে।
ততদিন ধরে ত্রান চোর,
তোমায় ঘৃণা করবে।
ঘুরে ঘুরে অনাহারে গরীবের মনে
তোমার কথা স্মরণে থাকবে।
—————————————–