1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
অসমাপ্ত গল্পের অজানা উত্তর ! - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

অসমাপ্ত গল্পের অজানা উত্তর !

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮৯ Time View

অসমাপ্ত গল্পের অজানা উত্তর !
মোহাম্মদ ফরহাদ

কিছু প্রশ্নেরা আজও নিরুত্তর।
দাগ কেটে চলে অন্তবিহীন।
কী ভুল আমার?
কী কারনে বাড়ল ব্যবধান?
আজও চোখ খোঁজে সোনালী বিকেল।
সমুদ্র সৈকতে আজও রোদ ওঠে।
মানুষের সমাগম,

সি-বিচের সাইরেনে তোমার কন্ঠ চিৎকার।
একটা কথাই শূন্য বুকে বাজছে বারবার।

দু’হাত পাতা তোমাকে ছাড়া বেমানান।
কেউ দেখেনি কান্নার রং।
কেউ শোনে না কষ্ট চাপা গান।
অথচ, 
এখানেই ভোর হত একদিন।
ক্লাশ শেষে টমটমে করে প্রাইভেট টিউটরিয়ালে যাওয়া।
অবশেষে বাসে করে দ্রুত বাসায় পৌছে দেয়া।
তারপরে বাড়ি ফেরা।

পড়ার টেবিল, কলেজ ব্যাগে
লিখছি যে নাম সে নাম তোমার।
জীবন পাতায়, তোমার রেখে যাওয়া গান।
আজ ও মনে পড়ে।
আজ ও আকুল করে।
আজ ও হৃদয়ে জাগে।
আজ ও স্বপ্ন বোনে।

সমুদ্র ঢেউ
তোমার আমার গল্পের দিন।
ঘুরে বেড়িয়েছি হাতে হাত রেখে চোখে চোখ রেখে
ভেসেছি দু’জন অজানা স্রোতে।
একই ছাতার তলে ঘন্টার পর ঘন্টা
আড্ডা আলাপন।
  সাক্ষী অনেক কিছুই,

এই হাতে খাইয়ে দিয়েছি কতবার?
মনে পড়ে ?

২০১৮ সাল!ডিগ্রীর প্রয়োজনে-

তুমি চট্টগ্রাম আমি ঢাকা।

কক্সবাজারে তুমি আমি আমাদের ছায়া নেই
তবু সন্ধ্যা নেমে আসে সকালের আয়োজনেই।
আমিও তো চাই তুমি বড় হও।
প্রশ্ন এখানেই
বড় হতে গেলে ভুলতে হবে?

২০১৮ সালের ৯ ই জুলাই
কী সুন্দরভাবে সব শেষ করে দিলে!
জানতে ও চাইলেনা কেমন আছি!

অনেক চেষ্টার পরে ও একটুখানি কথা বলতে পারিনি,

বাহ্!তুমি তো তখন তোমার কাজিন এর সাথে মত্ত প্রেমে

কেমনে আর আমার কথা থাকবে মনে!

আচ্ছা-
কক্সবাজার সরকারি কলেজ
আর মহিলা হোস্টেল,
তৃতীয় ফ্লোরে তোমার কাঁটানো দিনলিপি সব কী ভুলে গেছো?
স্মৃতিতে কী আছে?
মানুষ ভুলে এজন্য এতটা?
স্মৃতিরা সাঁতার কাটে
বুকেতে পাথর ভাঙে।
ঢেউ এসে ফিরে যায়
মুঠো ফোনে তোমার কল আর আসে না।
আজ ভীষণ শূন্যতা জমে
এক আকাশ রৌদ্রের হাহাকার
মানুষ কী দূর থেকে ভালোবাসে না, বাসেতো?
যেমনটা আমি।
তবে এমনটা কেন?
চেনা পরিচিত হাত ছাড়তে হবে?
স্মৃতির দেয়ালে কালি জল দিয়ে ঢেকে ফেলতে হবে কেন আমাদের সব স্মৃতি?
আমরা কি পারিনা আবার
একি কন্ঠে কন্ঠ মিলাতে।
একি পথে পরস্পরের হাতে হাত রেখে হাঁটতে।
আবার সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে

যদি সময়ের কাঁটা ভুল হয়,
আমাদের কী খুব ক্ষতি হবে!!

# এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া বাস্তব কাহিনী নিয়ে কবিতাটি লিখা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...