আমি এমন কেন?
মো:ইফতেখারুল ইসলাম ইফতি
মানুষ হয়ে ত্রিভুবনে জন্মেছি যখন
কিছু অভ্যাস তো থাকবেই আমার মনের তখন
কেন পারি না দেখতে অন্যায়,পারি না করতে অন্যায়
কিন্তু পারি করতে সেই অন্যায়ের প্রতিবাদ
আমি পারি অন্যের বিপদে এগিয়ে যেতে
কিন্তু পারি না আমি অন্যকে বিপদে ফেলতে
পারি আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে
কিন্তু কেন পারি না মানুষের সাথে বেয়াদবী করতে
পারি আমি সবার দু:খ,কষ্টের কথা বুঝতে
কিন্তু পাই না কোনো মানুষ আমার দু:খ,কষ্টের কথা বুঝাতে
আমি পারি প্রেম,ভালোবাসা কী?তা বুঝতে
কিন্তু পারি না আমি কারো সাথে প্রেমের বিনিময় ঘটাতে
আমি এমন কেন?এই কেমন আমার অভ্যাস?
আমি কী পারি না মানুষের সাথে অন্যায় করতে?
আমি কী পারি না প্রেমের বিনিময় ঘটাতে?
আমি কী পারি না মানুষের সাথে বেয়াদবী করতে?
কিন্তু না!পারব না আমি এইসব অভ্যাস গড়তে
কারণ চাই না আমি অযথা বিপদে পরতে
আমি শুধু চাই ভালো হয়ে বেঁচে থাকতে এই ইহকালে
যাতে করে ভালো কিছু পাই খোদার কাছে,গিয়ে আমি পরকালে