আমি কিন্তু চেয়েছিলাম (কবিতা)

আমি কিন্তু চেয়েছিলাম শহীদুল ইসলাম আমি কিন্তু তোকে নিয়ে যেতে চেয়েছি দূর বহুদূর। তুই চেয়েছিস সোনার খাঁচা আবার নাচতে চেয়েছিস দিন দুপুর। আমি কিন্তু চেয়েছিলাম তোর হাতে হাতটি রেখে দেখবো চেয়ে আকাশ নীল। উড়ে যাওয়া গাঙচিল। দুজন মিলে দেখবো চেয়ে সন্ধ্যা নীড়ে ফিরছে পাখি। পাল তোলা সোনার তরী নদীর ঢেউয়ে দুলতে দেখে চাইবে তুমি নদী … Continue reading আমি কিন্তু চেয়েছিলাম (কবিতা)