ইচ্ছেডানা
কলমে -তমা কর্মকার
যদি পেতাম একটি ইচ্ছেডানা উড়ে যেতাম যেথায় খুশী
কেউ করতোনা আমায় মানা|
ফুটন্ত ফুল হয়ে ফুটতাম তোমার বাগান জুড়ে
কখনো মনের খেয়ালে আমায় সাজিয়ে রাখতে তুমি তোমার অন্তপুরে|
মনের পূরণ না হওয়া স্বপ্ন গুলো
জীবন জুড়ে উড়িয়ে গেলো কঠিন বাস্তবের ধূলো|
তবুও ইচ্ছে করে গোধূলির রঙে নিজেকে নতুন করে রাঙিয়ে নিতে
ছোটবেলার মতো মাথায় বাধঁতে লাল ফিতে|
রামধনুর সাত রঙের তিলকের একটি ফোঁটা
আমার ললাটের মিটুক সমস্ত কাঁটা|
নাবলা ইচ্ছেগুলো হোকনা পূরণ নিজের ইচ্ছায়
অধীর হয়ে নাইবা ছুটি না ছোঁয়ার দুনিয়ায়|
শুধু ইচ্ছে ডানায় ভর করে আনন্দের খেয়াল খুশিতে গা ভাসাই