কালবৈশাখী
সানজানা সুলতানা
একটি নদীর পারে দাড়িয়ে আাছি
তার অপেক্ষায়।
আসবে ঠিক জানি কোনো
এক দুপুর বেলায়
দুপুরের এই চোখ ঝলসানো আলো
হঠাৎ করেই নিভে যাবে তার আগমনে
কি হাওয়া,কি শব্দ, কি অন্ধকার
হঠাৎ করেই গিলে
ফেললো ঝলসানো রোদের দুপুরকে
আমি এখন ও তার অপেক্ষায়
আর বেশি দেরি নয়।
জানান দিচ্ছে প্রবল বাতাসে
তার অভিমানের সুর।
এখনি সে ঝরে পরবে নদীর বুকে
আমাকে আলতো করে ভিজিয়ে
জাপটে ধরবে সে,
সে আর কেউনা
আমার কালবৈশাখী।
সানজানা সুলতানা