খুব ইচ্ছে করে
মোঃ সাইফুল্লাহ সাঈদ।
ইচ্ছে করে তোকে নিয়ে নীল নদে যায়
ইচ্ছে করে তোকে নিয়ে আমি যে হারায়।
ইচ্ছে করে তোকে নিয়ে নতুন সাজে সাজি
ইচ্ছে করে তোর প্রেমে ফন্দি বাঁধি আজি।
ইচ্ছে করে তোকে নিয়ে চলি নদীর তীরে
ইচ্ছে করে মাঝ পথে হাঁটি ধীরে ধীরে।
ইচ্ছে করে বৃষ্টি তালিয়ে হাতে নিতে ছাতা
ইচ্ছে করে তোর শরীরে পড়ুক রঙিন পাতা।
ইচ্ছে করে আধাঁর কেটে প্রভাত আসুক নেমে
ইচ্ছে করে তোকে নিয়ে মগ্ন থাকি প্রেমে।
ইচ্ছে করে পড়ন্ত গোধূলীতে আসি তোর বাড়ি
ইচ্ছে করে তোর সাথে বাঁধতে নতুন ফাঁড়ি।
ইচ্ছে করে তোর হাতে লিখব নতুন চিঠি
ইচ্ছে করে জাগাতে মনে অফুরন্ত প্রেম -প্রীতি।
ইচ্ছে করে মেঘলা দিনে জানালায় যেন থাকি
ইচ্ছে করে দৃশ্যমাখা রঙিলা ছবি আকি।