চাঁদনী রাতে (কবিতা)

চাঁদনী-রাতে কাজী নজরুল ইসলাম কোদালে মেঘের মউজ উঠেছে গগনের নীল গাঙে, হাবুডুবু খায় তারা-বুদবুদ, জোছনা সোনায় রাঙে! তৃতীয়া চাঁদের “সাম্পানে” চড়ি চলিছে আকাশ প্রিয়া, আকাশ-দরিয়া উতলা হ’ল গো পুতলায় বুকে নিয়া। তৃতীয়া চাঁদের বাকি “তের কলা” আবছা কালোতে আঁকা নীলিম-প্রিয়ার নীলা “গুল রুখ” অব-গুণ্ঠনে ঢাকা। সপ্তর্ষির তারা-পালঙ্কে ঘুমায় আকাশ-রাণী, সেহেলি “লায়লী” দিয়ে গেছে চুপে কূহেলী-মশারী … Continue reading চাঁদনী রাতে (কবিতা)