1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
চা দোকানদার (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

চা দোকানদার (কবিতা)

  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৪০৭ Time View

চা দোকানদার

মোঃআবু বকর সিদ্দীক

চা দোকানদার হইছে সরকার,
বেড়েছে তার অহংকার।
গৃনিত কাজে লিপ্ত বাটপাড়,
জাতির মাঝে হাহাকার।

ছোট লোক বড় হলে,
বেড়ে যায় দাম।
দেশ প্রধান হয়ে সে,
করে অসৎ কাম।

নেই তার ধর্মের জ্ঞান,
তবুও দেশ প্রধান।
ক্ষতি হইলে কিছুর দায়ী,
সকল মুসলমান।

আর কত দিন চলবে এমন,
ভন্ড সাধুর শাসন।
আর কত দিন মরবে শুধু,
মাজলুম মুসলমান।

গর্জে উঠো হুন্কার ছাড়ো,
করো প্রতিবাদ।
নইলে বেটা সারা জীবন,
দিবে অপবাদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...