তুমি অথবা কবিতা
আল শাহারিয়া
তোমাকে লিখতে গেলে কবিতা হয়ে যায়
আনতি অনুভূতি সব নতুন জীবন পায়।
তোমাকে আঁকতে গেলে জীবন্ত এক মেয়ে
খোলা চুলে হেঁটে বেড়ায় আমার হৃদয় বেয়ে।
তোমার-আমার দিনলিপি দীর্ঘ এক উপন্যাস
যেখানে লেখা আছে প্রেম আর দীর্ঘশ্বাস।
সাতরঙা রামধনু উড়িয়ে যায় রঙিন শাড়ি
তোমার নামে বৃষ্টি মাখি‚ বানাই জগৎ বাড়ি।
অবেলায় চলে গেলে আমার জগৎ ছাড়ি
একলা ঘরে থাকি আমি‚ মেঘের সাথে আড়ি।