1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
দুখিনী, বাংলা মা (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

দুখিনী, বাংলা মা (কবিতা)

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩১০ Time View

দুখিনী, বাংলা মা
শহীদুল ইসলাম

ধর্ষণের মসনদ কাঁপছে;
আর তোমাকে ডাকছে।
তুমি এ শতাব্দীর ভয়ংকর চ্যাম্পিয়ন।
তোমার জন্য সেরা পুরস্কার
তুলে রাখছে অসভ্য রাষ্ট্র।
তুমি পারো,
তুমি পারো বলেই;
বাদ যাচ্ছেনা
শিশু- কিশোরী, বৃদ্ধা;
পাগলী বধির।
তুমি পারো বলেই
বাদ যাচ্ছে না প্রেমিকারা।
তুমি পারো বলেই
স্কুল ছাত্রীর স্তন কেটে
বীরত্বের মহাকাপুরুষতা দেখালে,
স্বজোরে হাসলে।
কাটা স্তন দিয়ে ফুটবল খেলতে দেখে,
তোমার বেজন্মা পূর্বসূরি চিনে ফেলছে,
তুমি ওদের ঔরসে জন্মানবুনো শুয়োর ছানা।
তোমাকে উপলুব্ধি করছে,
তুমি সেই সেরা উত্তীর্ণ পরীক্ষার্থী,
যার হাত দিয়ে অজস্রবার
যোনিপথে বারুদ বিস্ফোরণ হয়েছে।
তোমাকে মসনদে ডাকছে
তুমি এ সময়ের সেরা প্লেয়ার।
অনায়াসে মঞ্চ কাঁপাতে পারো।
এজন্য
তোমার প্রেম নিষিদ্ধ।
চুম্বন নিষিদ্ধ।
চুলের গন্ধে আকুল ব্যাকুল,
স্বপ্ন দেখা নিষিদ্ধ।
বিশুদ্ধ শুধু ধর্ষণ।
তোমার তর্জন গর্জন,
ধর্ষণ ভিন্ন;
অন্য সব কিছু অবান্তর।
তোমার চুম্বন, চুলের গন্ধ, প্রেম
মানেই ধর্ষণ।
তোমার চিন্তা বুদ্ধি বিবেচনা
সহ স্বপ্নের আর এক নাম ধর্ষণ।
তোমাকে ধর্ষক করে রাখা হয়েছে।
মাইকিং চলছে,
সেরা পুরস্কার সে সময়ের সেরা ধর্ষকের হাতে।
ধর্ষণের মহাপুরস্কারটি দেয়া ধর্ষকদের জন্য মহাকর্তব্য ও মহাপূর্ণের।
ধর্ষকের হাতে ধর্ষণের পুরস্কার।
তোমাকে ডাকছে বারবার ঘোষণা আসছে।
তুমি ঘোষণা মঞ্চে দাঁড়াবে,
তোমার তারা গর্ব করে বলবে।
ইনি এ শতাব্দীর সেরা ধর্ষক;
যার জন্য আমরা পেয়েছি ধর্ষিত বাংলাদেশ।
যিনি ধর্ষণ করে চলছেন পুরো বাংলাদেশ।
তিনি না হলে অসমাপ্ত থেকে যেত,
ধর্ষণময় বাংলাদেশ গড়ে তুলতে,
আরো বিলম্ব হতো।
আমরা তার গর্বে গর্বিত।
তোমার হাতে পুরস্কার দেয়া হলো,
চতুর দিকে ধর্ষক,
অভ্যর্থনা দিচ্ছে;
শুভেচ্ছা বানি পাঠাচ্ছে।
আমি শুনতে পাচ্ছি
এক দুখিনী বাংলামায়ের
বুক ফাটা আর্তকান্না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...