ধূসর মেঘের অন্ধকারে
শহীদুল ইসলাম
ধূসর মেঘের অন্ধকারে,
নীরব কোন অন্তরালে।
হারিয়ে যাব ভীষণ রাগে
অভিমানে, ভালোবেসে।
তোমার সকল পূর্ণতাতে,
শূন্য কোথাও মনে হলে,
বুঝে নিও সেখান জুড়ে,
ছিলাম আমি তোমায় ঘিরে।
যতটা আজ কাছে আসি,
পাশে বসি,
হাতটা ছুঁয়ে গল্প করি।
হঠাৎ রাগে তিল গুলো সব নেচে ওঠে।
কারুশিল্প চোখের ভাঁজে,
মৃদু হাসি ভালোবাসি।
সকল স্মৃতি বন্দি করে
শান্ত হবো খ্যান্ত হবো
হারিয়ে যাব,
যেদিন থেকে
থাকবে না আর
করবে না আর
খুব অভিমান।
তোমার নামে সুখের ফানুস।
আকাশ নীলে উড়বে সুখে।
তোমায় ঘিরে কত মানুষ!
হাজার রঙিন আলো।
আমি তখন সুদূর দূরে।
পাথর চোখে থাকবো চেয়ে,
অকারণে বাচাল প্যাঁচাল রাগাবো না,
করবো না ফোন।
হঠাৎ
ফোনের আওয়াজ শুনে
ভয় পেও না।
সে আমি নই, অন্য কেহ।
হয়তো সেজন ভীষণ প্রিয়।
আমার নামে যত নম্বর দিও ডিলেট করে।
স্মৃতি থেকে মুছে দিও,
বুকের তলে সিম্ফনি টন আসবে না আর ভেসে।
যখন তুমি একলা হবে
সব আয়োজন শেষে।
শূন্য হাতে আমার ছোঁয়া
পূর্ণ করে,
আমায় তুমি খুঁজবে ভীষণ।
আমি তখন ঘর বেঁধেছি।
ধূসর মেঘের অন্ধকারে,
নীরব কোন অন্তরালে।