নস্টালজিয়া
আল শাহারিয়া
এই মিথোলজিকাল সন্ধ্যায়,নীল-কালো আকাশ
ম্রিয়মাণ দিনের আলোয় অন্ধকার চারিপাশ
এই একটুকরো তোমার অবকাশ
সব চুপচাপ,যেন রুপকথা হবে ফাঁস
এই সন্ধ্যে ঘেরা আঙ্গিনায় দাঁড়িয়ে
আধার মাঝে গিয়েছি আমি হারিয়ে
নিয়েছে অন্ধকার আমায় জড়িয়ে।
এই সন্ধ্যের তোমার অবকাশে
নস্টালজিয়া ভরে গেছে দূর আকাশে
মিশেছে ছায়া তোমার আমার-ই অবয়বে
সত্য প্রেমের লেখা গল্পে।
দিনের আলোয় ভেসে
বিপন্ন-বিস্ময়ে
তুমি আবার আসবো ফিরে
মিথোলজিকাল এই সন্ধ্যাতে
রাতের ক্লান্তি শেষে
নতুন কোনো ভোর পেরিয়ে
আমি আবার আসবো ফিরে
ছায়া ঘেরা তোমার অবয়বে।