1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
নিজের এক ভূমি (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

নিজের এক ভূমি (কবিতা)

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৭ Time View

 নিজের এক ভূমি।
মোঃ সাইফুল্লাহ সাঈদ।

ক্ষয়ে অবক্ষয়ে চিন্তায় থাকি যে রয়ে
দ্বিপ্রহরের চিরিকুট আনন্দ আনে বয়ে।
অশান্ত হৃদয়ে যন্ত্রণা অনুভব হয় সারাক্ষণে
তবুও প্রশান্তি দেয়না যে দেখা এই মনে।

চাষি হয়ে করছি চাষ নিজের এক ভূমি
এতদিন কোথায় ছিলে প্রিয় বন্ধু তুমি।
সেই ভূমিতে করেছি যেন হরেক রকম চাষ
বিকেল বেলায় হয় যে রঙিন তার আস-পাশ।

ভরদুপুরে কাজের জন্য যেতাম যখন সেথায়
বুকটা তখন চিনচিন করত কাতর হতাম ব্যাথায়।
সবার থেকে চিরতরে নিয়ে নিলাম বিরতি
ওপাড়ে যাওয়া ছাড়া ছিলনা যে কোন গতি।

ভূমির সম্মুখে ফুটলো যেন নতুন রঙে ঘাসফুল
মন খারাপে যায় চলে গোধূলি বেলায় নদীর কুল
এখনো যেন সেই ভূমিটা হয়ে আছে আবাদ
তার কারণে কত শুনেছি লোকদের সেই অপবাদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...