নির্ভুল
শহীদুল ইসলাম
ভুল ছিল না ভুলেও বলবে ভুল তবুও
যা গেছে কাল আজ গতকাল
তা কি ভুল
আসছি হেটে যে পথ দিয়ে
জমল স্মৃতি পদে পদে
স্মৃতি কি ভুল
রক্ত আঁকা পশ্চিম আকাশ
উদয় যেথা রৌদ্র প্রকাশ।
সন্ধ্যা নামা নিঝুম রাতে
দিবস কি ভুল অন্ধকারে।
ভুল তবুও
ভুল গেল না ভুলেও।
সমুদ্র ঢেউ ভাঙছে ভীষণ
নিঃশব্দতে শব্দ দূষণ।
আর কত এভাবে
যাবে দিন ভুল মাপা স্বভাবে।
যা গেছে অতীতে
যা আছে স্মৃতিতে
যে গেছে পেড়িয়ে স্মৃতিপথ মাড়িয়ে
গেছে যে যেতে দেও ভেবোনা এ নিয়ে।
যাওয়াতে ভুল নেই যে যাবার যাবেই।
ভুল ছিল না ভুলেও বলবে ভুল তবুও।
কথা কাটাকাটি জমা দিনলিপি
হেটে আসা পথ করো অনুভব
অভিযোগ যত ভুল না কোনও।