1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
পুরনো ধাঁধাঁ (কবিতা):বাংলা কবিতা,প্রেমের উক্তি,ফেসবুক স্ট্যাটাস,কবিতা সমগ্র

পুরনো ধাঁধাঁ (কবিতা)

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩৮৫ Time View

পুরনো ধাঁধাঁ

সুকান্ত ভট্টাচার্য

বলতে পারো বড়মানুষ মোটর কেন চড়বে?

গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে?

বড়মানুষ ভোজের পাতে ফেলে লুচি-মিষ্টি,

গরীবরা পায় খোলামকুচি, একি অনাসৃষ্টি?

বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে,

কুঁড়েঘরেই তারা কেন মাছির মতো মরছে?

ধনীর মেয়ের দামী পুতুল হরেকরকম খেলনা,

গরীব মেয়ে পায়না আদর, সবার কাছে ফ্যালনা।

বলতে পারো ধনীর মুখে যারা যোগায় খাদ্য,

ধনীর পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য?

‘হিং-টিং-ছট’ প্রশ্ন এসব, মাথায় মধ্যে কামড়ায়,

বড়লোকের ঢাক তৈরি গরীব লোকের চামড়ায়।

======

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...