“”বন্ধুর অপেক্ষায়“”
সানজানা সুলতানা
বন্ধু বড্ড দেখতে ইচ্ছে করে তোকে।
তোর কি করে,দেখতে ইচ্ছে আমায়?
জানিনা আজ কোথায় হারিয়ে গেলি।
খুঁজে চলে অবিরাম,
এই মন আজ তোকে।
কিন্তু ব্যর্থ এ মন হেরে যায় বার বার,
তোকে খুজতে গিয়ে।
সত্যি, খুঁজে চলেছি সেই,
পুরোনো দিনগুলো আর তোকে।
কতই না কথা তোর-আমার
সময় ফুরিয়ে যেত,কিন্তু
কথা ফুরাতো না।
তোর পায়ের সাথে পা মিলিয়ে
পথ চলার সেই দিন,
ভীষণ মনে পরছে।
কিন্তু আজ সেই পথটাই
আজ আলাদা দু’টি পথ।
সময় আজ তার গতিতে
পেরিয়ে এসেছে অনেক পথ।
কিন্তু বিশ্বাস কর এই মন
আজ ও পরে আছে আমাদের
চিরচেনার সেই পথে
তোর অপেক্ষায়।