বসন্ত (কবিতা)

বসন্ত শহীদুল ইসলাম বসন্ত সমাগম ফাল্গুনী ফাগুন হাওয়া লেগেছে প্রাণে বেঁধেছে নতুন গান। সেগানের সুর অতি সুমধুর, কুহুকণ্ঠ দূরবহুদূর। শুনি তার গুঞ্জন সকাল দুপুর। গাছে গাছে ডালে ডালে গন্ধ মুকুল। পবনের প্লাবনে হেঁটে আসা রোদ্দুরে বন্ধু সুজন, অনিমেষে ভালোবাসা জমেছে দ্বিগুন। ফাগুন ছড়াল প্রাণে, কবিতা আর গানে প্রকৃতির শুনি গান এ বসন্তে তুমি আমি লিখবো … Continue reading বসন্ত (কবিতা)