বসন্ত ফাগুন
শহীদুল ইসলাম
ফাল্গুনী গানে ছন্দ মেলে,
বসন্ত কোকিল কন্ঠতোলে।
পলাশ শিমুল কৃষ্ণচূড়া
ডালে ডালে উপচে পড়ে।
ফাগুন হাওয়ায় আগুন জ্বলে
পথে পথে রক্ত ঝড়ে।
আট ফাগুনের বসন্ত গান।
ভাই হারানো শহীদ মিনার স্মৃতি জাগরণ।
স্মৃতির তলে চাপা কান্না
রক্তে রাঙা কৃষ্ণচূড়া।
মনে পড়ে পলাশ ফোটা।
শিমুল ফুল আর কোকিল ডাকা।
আমার ভাই রক্ত দিল!
সেও সেদিন শুনতো ভীষণ।
বসন্ত গান, কুহু কূজন।
বসন্তেরী আমন্ত্রণে প্রকৃতিও কেঁদে ওঠে,
ভাষার কথা প্রাণে বাজে
স্বপ্নবোনা আশার প্রদীপ জ্বালিয়ে গেল জানিয়ে দিল
বসন্তেরী এমন দিনে
না খেয়ে মা পথের পানে
ব্যাথিত প্রাণ খুব কেঁদেছে।
বসন্তেরী এমন দিনে
কেউ দেখেনি চাপা বোবা বুকের ভিতর করুণ রোদন দুঃখের সাগর।
খুব পরিমাণ ঝড় হয়েছে।
মিষ্টি রোদে রক্ত শুকয়
দাগ লাগা রক্ত কণা,
ব্যাথায় ফাগুন খুব জেগেছে।