1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
বিবর্ণ ভালোবাসা (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

বিবর্ণ ভালোবাসা (কবিতা)

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩২ Time View

বিবর্ণ ভালোবাসা

আল শাহারিয়া

বির্বণ বোবা ভালোবাসা,সুবর্ণ শিখায় ভাসে
এভাবে জন্মাবে শূন্যতা,স্বকীয়তা আড়ালে হাসে।

রাতপাখিদের এলোমেলো অালাপন
আকাশের বুকে অালপনা অাঁকে কি-ভীষণ
অার্তনাদ তবু কেনো বোবা ভাষা
পুড়িয়ে যায় অবুঝ মন!

এভাবে আমাকে পুড়িয়ে
কিভাবে থাকো তুমি আড়ালে?
সময়কে বেধে রাখি
নিমজ্জিত সত্তার অন্তরালে।

অশ্রুসিক্ত স্মৃতি,কিছু রিক্ত প্রাপ্তি
দাঁড়ায় আমার কাছে এসে।
কবিতার শেষে না বলা ক্লান্তি
যাচ্ছে সব নোনা জলে ভেসে।

আমি যাচ্ছি ছুঁয়ে আকাশ
পেছনে ফেলে ঝোড়ো বাতাস
আমার নিজের পৃথিবীতে।

নতুন ভোরের হিমেল বাতাস
একাকী গোধুলির রক্তিম আকাশ
এরই মাঝে বাঁচবো আমি
বাঁঁচবো আমি বারো মাস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...