ভালো আছি
শহীদুল ইসলাম
এত রোগ-শোক
এত সমস্যা সংকট
তবু ভালো আছি।
এত ছেড়ে যাওয়া
এত তাড়াহুড়া
দিব্যি কিরম ভাবে
এত কিছুর ভিড়েও
ভালো আছি।
এত অভিমান
এত অভিযোগ
এত মৃত্যু
এত কান্না
এত একাকিত্ব
একান্ত একা
স্বার্থপরের মতো
তবু বেঁচে আছি।
ভালো আছি।
দিব্যি ভালো আছি।
কিছু বলার নেই
কিছু সওয়ার নেই
পিছু টান নেই
কি শুনবো
কিছু শোনার নেই
কিছু দেখার নেই
কিছু ভাবার নেই
কিছু চাওয়ার নেই
কোন প্রশ্ন নেই
কোন কথা নেই
কোন কিছুতে
কোন কিছু নেই
এই তো বেশ
যা হবার হচ্ছে
যা ঘটার ঘটছে
যা রটার রটছে
যা যাবার যাচ্ছে
তবু ভালো আছি।
আশা পুষি না
সুখ খুঁজি না
রাগ রাখি না
দুক্ষ বুঝি না
শুধু হেসে বলি
তবু ভালো আছি।
রাত কেন জাগি
চোখ জুড়ে কালি
এ প্রশ্ন থাক
শুধু জেন এই
দিব্যি যাচ্ছে দিন
ভালো আছি।