মহানায়ক বঙ্গবন্ধু (কবিতা)

” মহানায়ক বঙ্গবন্ধু ” রাসেল সরদার ধরার মাঝে জন্মেছিলে,মুজিব নামে তুমি। স্নেহের পরশ বুলিয়ে দিলো, ধনী এমনকি কুলি। মাতৃভাষা বাংলার জন্য করলে কারাবরণ। তোমারে আজ কোটি মানব বারে বারে করে স্মরণ। মানুষের অধিকারের জন্য তুমি, এনেছিলে ছটি দফা। তাইতো তুমি সহেছিলে, অজস্র নিন্দার কথা। স্বাধীনতার জন্য তুমি ডাক দিছিলে তাই। তোমার ডাকে ঝাপ দিছিলো, হাজার … Continue reading মহানায়ক বঙ্গবন্ধু (কবিতা)