1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
মানবতা আজ কোথায়? (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

মানবতা আজ কোথায়? (কবিতা)

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭৭ Time View

মানবতা আজ কোথায়?
মো:ইফতেখারুল ইসলাম ইফতি

কোথায় গেল আজ আামাদের মানবতা
কোথায় পাব খুজে আজ আামাদের স্বার্থকতা
কথায় আছে মানুষ
মানুষের জন্য
কিন্তু দেখি এখন সেই কথা,করেনা অনেকে গণ্য
মানুষ আজ ব্যস্ত হয়ে পড়েছে তার অর্থের বৃত্ত বাড়াতে
বড় অর্থের বৃত্ত থাকা সত্ত্বেও কান দেয় না সে সাহায্যের সাড়াতে
মানুষ আজ হয়েছে আত্মকেন্দ্রিক,হয়েছে স্বার্থপর এই স্বার্থপরতা এমন এক পর্যায় চলে গেলো যেমনটা করেছিল কুখ্যাত মীর জাফর
আজ মানুষের পাশে দাঁড়ানোই ছিল যাদের কথা
তারাই যেন আজ করে বসছে এই স্বার্থপরতা
কি হবে পৃথিবীতে তাদের এই স্বার্থপরতা নিয়ে?
ত্রিভুবনে না খেলেও খাবে তো ধরা সে পরকালে গিয়ে
সেদিন সে কি জবাব দিবে? তার খোদার কাছে
সে কি বলতে পারবে?ধরণীতে দাঁড়িয়েছিল সে মানুষের পাশে!
তাই বলি অন্যের জন্য নিজেকে নিবেদিতপ্রাণ করাতেই রয়েছে জীবনের স্বার্থকতা
অনেক জ্ঞানীগুনীরাও বলে গেছেন আামাদের এই কথা
তাই রাখি যেন খুলে আমাদের সেই মানবতার দুয়ার
এই প্রত্যাশাটাই যেন থাকে আামাদের মনে মনে সবার

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...