1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
মানব আমিত্ব (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

মানব আমিত্ব (কবিতা)

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৪০১ Time View

মানব আমিত্ব
সিজান আহমেদ ইলাহী

 

আমাকে পিছে ডাকা বারণ
আমি ফিরব না অকারণে কারণ,
আমাকে যেতে হবে দূরে বহুদূরে
কিছু মানব সঙ্গে করে নিয়ে।

আমার আমিকে আবার চিনে
চলতে চাই সবাইকে সঙ্গে নিয়ে,
জানি পড়ে যাবো বারবার
তবুও উঠে দাড়াব আবার।

শুধু আমিত্বই হবে আমার পরিচয়
সেখানে অস্তিত্ব পাবে এ হৃদয়,
জানি আমিত্বের কূল- কিনারা প্রশস্ত
তবুও খুঁজবো বারবার হলেও ব্যর্থ।

কিছু মানব পরে রয় ধুঁকতে ধুঁকতে
অন্যের রাজ্যে নিজেকে খুঁজতে খুঁজতে,
আমি তাদের মত নেই ন্যস্ত
আমি আমিত্ব নিয়ে বেঁচে থাকতে ব্যস্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...