1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
মা (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

মা (কবিতা)

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৫০৫ Time View

মা
রাসেল সরদার

 

মা তুমি এক বিশাল জিনিস,
এ ধরনীর বাঁকে।
তোমার দ্বারা সম্মান পেলাম,
ক্ষনস্থানের ফাঁকে ।
হাসিমাখা মুখের দিকে,
যখন আমি চাই।
সব দুঃখ ভুলে আমি,
তোমার সুখ পাই।
রেখেছো তুমি গর্বধারে,
আপন মনে করে।
দশমাস পার করে এলে,
ব্যাথাকে বরন করে।
মা তুমি এক বিশাল জিনিস,
এ ধরনীর বাঁকে।
তোমার দ্বারা সম্মান পেলাম,
ক্ষনস্থানের ফাঁকে।
ক্ষুদার জ্বালাকে নিভিয়ে ছিলে,
ক্ষুদার পাথর বেধে।
নিজে না খেয়ে দিয়েছিলে আমায়,
আপন নীড় ভেবে।
মা তুমি এক বিশাল জিনিস,
এ ধরনীর বাঁকে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...