1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
মিনতি (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

মিনতি (কবিতা)

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪১০ Time View

মিনতি
-পারমিতা মণ্ডল

আমার ভাটার টানে পাল ছিঁড়ে যায়,তোমার ঘরে উজান।
তুমি কোন দশমীর দূগ্গাঠাকুর?এত ঘটা করে ভাসান!
আমার নিত্যরথে মৃত্যুর দূত, তোমার বসন্তবিলাস
তুমি কোন সত্যের মৃত্যুঞ্জয়? না ফেরার অবকাশ।
আমার ম্লান স্পর্শে ভাঙল পূজা, নৈবেদ্যর থাল
তুমি কোন সে সুরে বাধো আজি? তানপুরাটায় তাল।
আমার হৃদয় চরে সর্বনাশায় ভাঙল গাঙের চর,
তুমি কোন লক্ষীর উপাসনায় ছাড়ো সাধের ঘর?
আমার মহাকালের পিনাকপাণি পায় না মাথা-মুণ্ডু,
তুমি কোন জলে সব পাপ ধুয়ে ফেল?
শ্যাম না রাধা কুণ্ডু?
আমার ঋণের ভারে বিপর্যস্ত ব্যথার আনাগোনা,
তুমি কোন মুদ্রার জোরে আজি চুকাও বেচা-কেনা?
আমার সেকেলে লোহায় মরচে পড়ে,ঘুণে ধরে কাঠ
তুমি কোন মূর্তির পূজো করো বন্ধ করে হাট?
আমার গিরিশৃঙ্গে নতজানু মেঘ, কানাকড়ি নেই মূল্য।
তুমি কোন অগ্নিতে দীক্ষিত হও? কেনো এত বাহুল্য?
আমার ধ্বংসনিশান শেষের দাগে, আহুতি দেয় সতী
তুমি কোন নিশীথে চিতেয় উঠে করো মোরে সদ্গতি?
আমার শিরচ্ছেদে খোয়ালে তোমার শান দেয়া তলোয়ার,
তুমি কোন নির্দয়া সম্রাজ্ঞী? আমার নেই কোনো অধিকার।
আমার গৃহমুখে নেই আর কোনো বদ্ধ রুদ্ধদ্বার,
মিনতি তোমায় প্রেমাঞ্জলি এসো গো একটিবার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...