যদি গল্পটি এমন হতো
মুহাম্মদ ফারহান ইসলাম নীল ৷
আমাদের গল্পটি এমন হতে পারতো ,
আমি আর আপনি মুখোমুখি বসে আছি দেবদারু গাছের নিচে ৷
আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছি আপনার কাঁজল কালো নয়ন ৷
আপনি আমার নয়নে খুঁজছেন আপনার পৃথিবীটাকে ৷
আপনি গোলাপের পাঁপড়িতে লিখে রাখতেন আমার নাম ৷
আমার একটি চিঠির আশায় বসে থাকতেন পথের পানে ৷
মধ্যরাতে আমাকে স্বপ্নে দেখে আপনার ঘুম ভেঙ্গে যেতো ৷
আপনি আমার কথা ভেবে তাকিয়ে থাকতেন আকাশ পানে ৷
আমাদের গল্পটি এমন হতে পারতো ,
আমি আপনার সাথে খালি পায়ে হেটে যাচ্ছি ওয়ারীর ব্যস্ত রাস্তা দিয়ে ৷
আপনি আমাকে ঘুরে দেখাচ্ছেন পুরো ওয়ারী শহরটা ৷
আমরা দুজন খুঁজে পেয়েছি একটি ভালোবাসার ঠিকানা ৷
একটি একটি করে পূরণ হচ্ছে আমাদের স্বপ্ন গুলো ৷
আমার প্রতি আপনার কোনো অভিযোগ নেই ৷
আপনার অন্তর লিখে দিয়েছেন আমার নামে ৷
আমি আপনাকে আজীবন ভালোবাসার শপথ করেছি ৷
আমাদের গল্পটি এমন হতে পারতো ,
আমার কিনে দেওয়া নাকফুল আপনার নাকে ৷
আপনি মেহেদী পাতায় রাঙিয়ে দিয়েছেন আমার হাত ৷
আমার কপালে চুমু দিয়ে বলতেন খুব ভালোবাসি আপনাকে ৷
আমার ঘরে ফেরা অব্দি দাঁড়িয়ে থাকতেন বাড়ির সদর দরজায় ৷
আমার মন খারাপ হলে আপনার লেখা কবিতা অাবৃত্তি করতেন ৷
জোসনা রাতে আমার হাত ধরে নিয়ে যেতেন চাঁদ দেখতে ৷
তাহলে দুজনের পবিত্র ভালোবাসায় লেখা হতো আরো একটি প্রেমের গল্প ৷
প্রেমনগর,লতিফপুর ৷