স্বপ্নের বাংলাদেশ
রাসেল সরদার
“বাংলা তুমি আমার অহংকার
বাংলা তুমি আামার সম্মান
তোমার বীরত্বে তুমি করেছো,
তোমার জায়গান।
তোমার বক্ষে ঠাই দিয়েছো,
আপন কূল ভেবে।
তোমারে আমি লাঞ্চিত করি নাই
শত কষ্টের মাঝে।
নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধ পেরিয়ে,
ঝান্ডাকে এনেছো ছিনিয়ে।
৫২ র আন্দোলন, ৬২ র সংগ্রাম,
দিয়েছে তোমায় শিক্ষা
তাইতো তুমি জয় করেছো ৭১র বিজয়টা।
বাংলা তুমি আমার অহংকার
পাওনাই এলিজাবেথ, গান্ধীজি কিংবা মান্ডেলার নামটা
পেয়েছো মহানায়ক বঙ্গবন্ধুর
অমর প্রাণটা।
বাংলা তুমি আমার অহংকার।
ছিলে তুমি দারিদ্রতায়,
এখন তুমি হয়েছো মধ্যমআয়।
শিখর থেকে শিখরে,তুমি যাবে একদিন,
তোমার সম্মাননে সম্মানিত হবে শত শত বীর।