হঠাৎ
শহীদুল ইসলাম
হঠাৎ একা একলা হাসা হেসে ওঠা।
হঠাৎ একা একলা কাঁদা কান্না করা।
রোদের আকাশ হঠাৎ ⛅ মেঘলা রিমঝিমিয়ে বৃষ্টি আসা।
হঠাৎ সবি অন্য রকম
হঠাৎ সবি কেমন কেমন
হঠাৎ সবে সবাই মিলে হচ্ছে একা
যে যার মতন।
হঠাৎ একা।
হঠাৎ, তবে সব হঠাতেই অতীত থাকে কারন থাকে।
মাতৃগর্ভে শিশুর অতীত
সব শিশুর মাতৃগর্ভ অতীত আছে।
হঠাৎ একা একলা হাসার কারন আছে।
হঠাৎ একা একলা কাঁদা কান্না করার কারন আছে।
সব কারনে অতীত আছে
সব জন্মের অতীত আছে।
কোন কিছু হয়না হঠাৎ
সব হঠাতের কারন আছে
সব হঠাতের অতীত আছে।
ইচ্ছে কারন রাগ অভিমান হঠাৎ কি সব।
অপূর্ণতা ফেলে রেখে মরে যাওয়া
সে কি হঠাৎ?