1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
অগ্রগামী (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

অগ্রগামী (কবিতা)

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪০৬ Time View

অগ্রগামী

 মোঃআবু বকর সিদ্দীক

পরের পিছে ঘুরাঘুরি,
বন্ধ করে দাও।
অগ্রগামী হবে তুমি,
নোটে লিখে নাও।

ফুলের জন্য পাগল হয়ে,
কী লাভটা হবে।
দুদিন পরে সুটকি হয়ে,
লাকড়ি হয়ে রবে।

নিজের মত ইচ্ছে করে,
রোপন করো গাছ।
হাজার ফুল জন্ম দিবে,
শুধুই বারো মাস।

তোমার ফুলের সুভাস নিতে,
আসবে বহু লোক।
নামটা তোমার অটল হবে,
কেটে যাবে দুখ।

প্ররিশ্রমী হতে বলি,
অন্য কিছু নয়।
কথা গুলো বুঝবে জ্ঞানী,
বোকা লোকে নয়।

কবি মোঃআবু বকর সিদ্দীক ২০০২ সালে ১লা জুলাই সিরাজগন্জ জেলার চৌহালী উপজেলায় খাষ পুখুরিয়া গ্রামে জন্ম গ্রহন করেন।পিতা মৃত্যু আঃ কাদের।তিনি পেশায় একজন কৃষক ছিলেন।মাতা মোছাঃ নমেছা। তিনি পেশায় একজন গৃহিণী।
দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে শিক্ষা জীবন শুরু হয়।ছোট কাল থেকেই বাবা মারা যান।ছোট কাল থেকে অনেক বুদ্ধিমান।হাজার কষ্টের পরেও পড়াশোনা ছেরে দেবার পাত্র নয়।পড়াশোনা খুবই মেধাবী।ছোট কালে গ্রামের মক্তব থেকে কোরআন পড়া শিক্ষা গ্রহন করেন।পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহন করেন বিরমানশুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে।মাধ্যমিক শিক্ষা গ্রহন করেন।খাষ পুখুরিয়া বি.এম. বহুমুখী উচ্চ বিদ্যালয়।ইন্টারমিডিয়েট শিক্ষা রাজবাড়ী সরকারী কলেজে অধ্যায়নরত।এই.এফ.এম কৃষক মাঠ স্কুল থেকে কোর্স ,নূরানী তালিমুল কুরআন ওয়াক্‌ফ এটেষ্ট কোর্স। এরকম একাদিক কোর্স করেছেন।
জীবিকার তাগিদে লোহালী কোরআন শিক্ষা ইনিষ্টিটিউট,কাপাসিয়া,গাজীপুরে নূরানী শিক্ষক হিসেবে অধ্যাপনা করেছেন।দৈনিক ৭১বাংলাদেশ অন লাইন পেপার,খবরান্তর অন লাইন পেপার,মদিনা কন্ঠ অন লাইন পেপার,বাংলার কথা অন লাইন পেপার,JSTV অন লাইন পেপার সহ একাদিক পেপারে সাংবাদিকতা করেন।লেখা লেখি ছোট কাল থেকে করেন।প্রথম প্রকাশিত কবিতা, সোনার বাংলা পেপারে, ‘প্রভুর কাছে প্রার্থনা’।নিয়মিত বিভিন্ন পেপারে লেখা লেখি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...