1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
উষ্ণ আমন্ত্রণ (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

উষ্ণ আমন্ত্রণ (কবিতা)

  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭৯ Time View

উষ্ণ আমন্ত্রণ
শহীদুল ইসলাম

ভালোবাসার এক উষ্ণ আমন্ত্রণে।
আমার ঘরে শীত নেমে গেছে।
চা শূন্য পেয়ালা বন্ধুরা দূরে
শীত চাদরে মোড়ানো শরীর
পথে পথে কুয়াশার ভিড় পরেছে।
সবুজ ঘাসে শিশির বরফে বসিয়েছে মেলা।
শূন্য ঘরেতে আলো নেই
শব্দ নেই কবি নেই কবিতার গুঞ্জন নেই।
কেউ একজন মুখরিত উচ্চহাসিতে
শূন্যতাকে পূর্ণতা দিয়ে
আবার কবি কবিতা আবৃত্তি করতে
আমার ঘরে আসুক।
ভালোবাসার এক উষ্ণ আমন্ত্রণে।
হৃদয় স্পর্শ করে এক পেয়ালা চা
আবার ভাগ হয়ে গল্পে গল্পে সময়ের কাটা
বেখেয়ালে চলতে চলতে
শৈত্য প্রবাহেও জমিয়ে আড্ডা চলুক।
আমার ঘরেতে শীত নেমে গেছে।
তুষার জমা শীত চলে যেতে যেতে।
বরফ গলে যাবে শিশির উবে যাবে স্বপ্ন ভেঙে যাবে।
আশা যা সব হতাশ হবে।
শিখা জ্বলবে না, ঘর আলোয় হাসবে না।
নিরাশ হবোনা বলে শুধু এতটুকু চাই,,,
কেউ একজন চাদর মুড়ি দিয়ে
কুয়াশা জাল ছিড়ে
স্বপ্ন চোখ নিয়ে হিমশীত পেড়িয়ে আমার ঘরেতে এসে বলুক
বন্ধু আজও বিশ্বাস বুকে চেপে
স্বপ্ন বহন করি সাম্যবাদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...