” নতুন দিনের অপেক্ষায়! ”
লেখাঃ রিসাত তানভীর
নতুন দিনের অপেক্ষায়;
যে দিনে থাকবে না কোন প্রকার মহামারী,
যে দিনে থাকবে না ভাইরাসের রকমারি।
নতুন দিনের অপেক্ষায়;
যে দিনে আগের মতো সুস্থ হয়ে যাবে পৃথিবী,
যে দিনে হাসবে আগের মতো করে ধরিত্রী।
নতুন দিনের অপেক্ষায়;
যে দিনে সবাই মাস্ক ছাড়া বের হতে পারবে,
যে দিনে সবাই একসাথে মাস্ক ছাড়া কাজ করবে।
নতুন দিনের অপেক্ষায়;
যে দিনে থাকবে না কোনো সংশয়,
যে দিনে থাকবে না কারো মনে ভয়।
নতুন দিনের অপেক্ষায়;
যে দিনে থাকবে চারিদিকে বিশুদ্ধ বাতাস,
যে দিনে থাকবে সবার মনে-মনে উল্লাস।
নতুন দিনের অপেক্ষায়;
যে দিনে সবাই নিজ নিজ কাজে ফিরবে,
যে দিনে সবাই আগের মতো করে ঘুরবে।
নতুন দিনের অপেক্ষায়;
যে দিনে শোনা যাবে না কারো কষ্টের হাহাকার,
যে দিনে থাকবে না ক্ষুধার জ্বালায় আত্মচিৎকার।
নতুন দিনের অপেক্ষায়;
যে দিনে আবার জেগে উঠবে সবার মনে আত্মবিশ্বাস,
যে দিনে ফেলবে সকলে প্রাণভরে নিশ্বাস।
নতুন দিনের অপেক্ষায়;
যে দিনে আগের মতো করে জেগে উঠবে সাগর,নদীর তীর,
যে দিনে পর্যটকরা পর্যটন জায়গাগুলোতে জমাবে ভীড়।
নতুন দিনের অপেক্ষায়;
যে দিনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খুলবে,
যে দিনে আগের মতো করে পড়াশুনা চলবে।
নতুন দিনের অপেক্ষায়;
যে দিনে সকল যানবাহন চালু হবে,
যে দিনে সকল কিছু পুনরায় স্বস্তি ফিরে পাবে।
নতুন দিনের অপেক্ষায়;
যে দিনে সবাই তাদের প্রিয়জনদের সাথে ঘুরবে,
যে দিনে সবাই একসাথে আগের মতো দেখা করবে।
নতুন দিনের অপেক্ষায়;
যে দিনে হাট-বাজারগুলো হবে কোলাহলপূর্ণ,
যে দিনে থাকবে না কোন জায়গা জনশূন্য।
নতুন দিনের অপেক্ষায়;
যে দিনের জন্য থমকে থাকা দিনগুলোকে সবাই ভূলে যাবে,
যে দিনের সূর্যটা আগের দিনগুলোর চেয়ে বেশি উজ্জ্বল হবে।
নতুন দিনের অপেক্ষায়;
যে দিনে ডাকপিয়নরা জমা পড়া চিঠিগুলো গ্রাহক ঠিকানায় পৌঁছিয়ে দিবে,
যে দিনে পৃথিবীর সকল মানুষেরা তাদের ক্ষতিগুলো পুষিয়ে নিবে।