1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
মানুষ ফেরেশতা (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

মানুষ ফেরেশতা (কবিতা)

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৪৪৬ Time View

মানুষ ফেরেশতা
মোঃমারুফ আহমেদ

আমি নুরের তৈরি ফেরেশতা দেখেনি
আমি দেখেছি মানুষ রুপি ফেরেশতাকে
আমি দেখেছি আমার বাবাকে
যিনি আমাকে সারাজীবন আগলে রাখে বুকে।
আমি দেখেছি স্বপ্নহীন এক মানুষকে
আমি দেখিনি না জ্বলা এক ফানুসকে
আমি দেখেছি আমার বাবাকে
যে কিনা তার ছেলের জন্য
হাজার টাকা ফেলতেও প্রস্তুত।
আমি দেখিনি নুরের ফেরেশতাকে
আমি দেখেছি ফেরেশতারুপি আমার বাবাকে।
আমি দেখেছি আমার গরীব বাবার
সবচেয়ে ধনী মনকে
আমি দেখেছি ফেরেশতারুপি
আমার বাবাকে।
আমি দেখেছি নিজে না খেয়ে
আমাকে খাওয়ানো এক মানুশরুপি ফেরেশতাকে
আমি দেখেছি নিজে কামাই করে এনেও কিছু
না নেওয়া এক মানুষকে।
আমি দেখেছি প্রতিদান না চাওয়া এক মানুষকে
আমি দেখেছি আমার মানুষরুপি ফেরেশতা বাবাকে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...