1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
অপূর্ব সুন্দর (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

অপূর্ব সুন্দর (কবিতা)

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩৭২ Time View

অপূর্ব সুন্দর
শহীদুল ইসলাম

 

কী আশ্চর্য!
এখনো চুল বাঁধা শেখেনি মেয়েটি।
অথচ
শিখে গেছে ধর্ম কর্ম ভগবান ঈশ্বর।
চিনে গেছে আরাধনা উপাস্য প্রার্থনাগার।
বয়স যা তার চেয়ে বেশি শিখেছে
ছেলে মেয়ে নারী পুরুষ জেনেটিক্স ব্যবধান।
লজ্জা নামক ব্যাধি
চিনতে এত দেরি!
পোশাকে পাপ পূণ্য
ধর্মীয় আতর গোলাপ জল।
বয়স অবান্তর
পর্দার রাজনীতি মিনিস্টারী সম্মতি।
ভার্সিটি , প্লে – ওয়ান; পর্দা প্রচলন চলছে হরদম।
রহস্যিক মেয়ে এবং মেয়ে শিশু;
কিশোরীর দৈহিক গড়ন, গঠন
আমোদে প্রমোদবালা।
পুরুষত্বের রহস্যময়ী হাস্যকর মহাকাব্য।
পুরুষ ঈশ্বর!
ঐশ্বরিক শক্তিতে ইচ্ছেমত বিচরণ, শস্যক্ষেতে।
অথচ,
কাল্পনিক স্বর্গ উপাখ্যানে
কালপুরুষ মহাপুরুষ নয়
মহাকাপুরুষ।
অনুৎকৃষ্ট চরিত্রহীন লম্পট।
অভিশপ্তের বদলে বিশুদ্ধ পুরুষ।
শৈল্পিক দেহতত্ত্বে ধর্মীও পাপাচার গোড়ামী প্রথাবদ্ধ নিয়ম।
গভীরে ঘোর বিপরীত গন্ডগোল।
লালসা মিশ্রিত যৌন লোভ ও দৈহিক উপভোগ।
এখনো মেয়েটি
ওড়নার রহস্য জানেনা।
অথচ
তাকে হিজাব বোরখায় জড়িয়ে পেঁচিয়ে সতীত্ব শেখায়।
স্তন- নাভিমূলে সতী- অসতীর বিশদ চিহ্ন।
স্বর্গ- নরক দুঃস্বপ্নে; স্বপ্নদোষ।
ধর্মে আফিমের নেশা।
তেতুল শফি
বালিকার বুকে খোঁজে
তেতুল প্রিয় মদের স্বাদ।
চোখে মুখে তেতুল শফিদের
রাত জাগা ভন্ডামী নেশার ছাপ।
জন্মগত ভাবে অভিশপ্ত নারী;
ধর্মের অভিশাপ পাপতাপে কলঙ্কিত।
হাতে পায়ে সারা অঙ্গে শিকল।
স্বাধীনতা বড্ড হাস্যকর।
মেয়েটি স্বাধীন ভাবে আকাশ দেখেনি।
দিনেও দিন দেখেনি।
রাত শেষে ভোর আসেনি।
দুপুরও মেয়ের জীবনে ঘোর অন্ধকার।
নারীর জীবনে মুক্তি চাওয়া
দুঃস্বপ্নের মাঝে দুঃস্বপ্ন।
বিয়ে নারীর জন্য অতি দু্র্ঘটনা,
পন্যের মতো নিজেকে বিক্রি দেয়া।
মর্ডান যুগে নারী মর্ডান দাসী
পুরুষতন্ত্রের গোলাম।
ভার্সিটিতে মূর্খ নারীর চাষ।
ধর্মীও পোশাকের রমারম আমদানী।
বোদ্ধা দার্শনিক লেখক সাহিত্যিক সুপন্ডিত বিখ্যাত জন
সুকৌশলে নারীকে করেছে নারকীয় লোমহর্ষক আক্রমন।
নারীর বারন সব কিছুতে
কারন অকারনে বারন শাসন।
নারীতে শুধু পাপ আর পাপ।
ভ্রুণবৃদ্ধিতে নারী অসতী পাপী,
নারী নিষিদ্ধ বেড়ে ওঠায়,
হাঁটায়, চলায়, বলায়,
দেখায়, শোনায়, ভাবনায়,
পরিকল্পনায়,
ঘুমে- রাতজাগায়,
পড়ায়, চাকুরীতে, ব্যবসায়,
কল- কারখানা, মাঠে, হাটে,
উড়োজাহাজে উড়ায়,
গাড়ীর ড্রাইভিংয়ে,
খেলার মাঠে, অভিনয়, কান্নায়, হাসিতে,
বেঁচে থাকায়,
ছুঁয়ে দেখা বস্তুতে নারী নিষিদ্ধ।
নারী আদি পাপ।
নারীর সবকিছুতে বারন
নারী অসুচি অসুন্দর।
আসলে
নারী মুক্ত, বিশুদ্ধ ও সবচেয়ে সুন্দর।
পুরুষ মুক্ত,
নারী কেন মুক্ত নয়?
সব ছেড়ে নারী অবমুক্ত হও।
সময় এসেছে আশ্চর্য করে দেবার।
নারীর কন্ঠে দুনিয়া কাঁপানো জয়ধ্বনি শোনার।
নারী যোদ্ধা, নারী বোদ্ধা, রাষ্ট্র শাসনে নারী।
পুরুষতন্ত্র ধর্ম বেড়া জালে
নারী অক্রিয়, নারী অভিশপ্ত, নারী পাপ তাপে পূর্ণ।
আসলে তা নয়;
নারীকে করতে শাসন
ধর্ম স্বর্গ এনেছে ভন্ড ধর্ম প্রবর্তক।
নারী আজ বুঝে নেও।
ওদেহ তোমার;
স্বাধীনতা প্রাপ্য অধিকার।
তুমি পর্দা পোশাকে আবদ্ধ নও।
তোমার জীবন তোমারী উপভোগ্য।
ভোগ কর, ভোগ করার মতো।
কেউ নয় এর অংশীদার।
শরীয়াহ পর্দা ছিড়ে
পৃথিবীটাকে দেখ চেয়ে।
আকাশ কত সুন্দর?
নদী কতটা প্রাণবন্তর?
তুমি প্রকৃতির অপূর্ব সুন্দর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...