1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
রক্তযোদ্ধা - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

রক্তযোদ্ধা

  • Update Time : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৩০ Time View

রক্তযোদ্ধা
শহীদুল ইসলাম
=============
আদি দিগন্ত হতে রক্তিম সূর্য
আলো ছড়িয়ে
আজও আলোকিত করে ভুবন।
চেতনা ইন্দ্রিয় প্রখর শক্তি তেজে
ভাবিয়ে চলে
আদি থেকে অন্তে।
মানুষ শ্রেষ্ঠ
রক্তিম সূর্যের ন্যায়
জ্বলে জেগে ওঠে ভেতর থেকে।
মানুষ রক্তযোদ্ধা।
শ্রেষ্ঠ ব্রুণসাঁতারু,
সফল জন্মে,মানুষ।
মানুষ মানুষের হাত ধরে
স্লোগান তোলে ইন্টারন্যাশনাল সাম্যের।
মানুষ বাঁচিয়ে তোলে মানুষকে।
হেসে ওঠে সুখে, একে অপরের।
একে অপরের ব্যাথায় ব্যথিত।
একে অপরের শরীরে
লাল সূর্যরক্ত করে দান
প্রাণকে করে তোলে
সজীব সাহসী ;
করে তোলে উদ্যামী, উদ্যোগী
এক প্রাণ অন্য প্রাণকে
করে সূর্যালোকিত।
শ্রেণী সম্প্রদায় ফেলে রেখে
উর্ধ্বে মানুষ
রক্তে সব মানুষ লাল,
লাল রক্তে সবে এক।
মানুষ উঁচিয়ে ধরে শির।
মানবতা এখানেই অসীম শক্তিমান।
শ্রেষ্ঠ মানুষ,শ্রেষ্ঠ রক্তযোদ্ধা।
রক্তযোদ্ধা হল সূর্য সাহসী সন্তান।
সূর্যালোয়ে রক্তগ্রহিতা
যোদ্ধার রক্তের
আলোয় আলোকিত।
মানুষ গেয়ে ওঠে মানুষের গান।
মানুষ উঁচিয়ে, উড়ায়
রক্ত বিজয় কেতন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...