আমাদের আড্ডাটা ছিল
শহীদুল ইসলাম
আমাদের আড্ডাটা ছিল।
লাইব্রেরিতে, মধুর ক্যান্টিনে, গানের আসরে, কবিতা আবৃত্তিতে
আর গল্পের লিখনিতে।
আমাদের আড্ডাটা ছিল।
রং তুলি হাতে দেয়াল প্যান্টিংএ , ছবি আঁকা, রাজনৈতিক আলোচনা চায়ের টেবিলে।
আমরা বহু দূর দূরান্তে যেতে যেতে
অজানা রহস্য রসে আচ্ছাদিত হতাম।
আমাদের আড্ডাতে স্বপ্নময় চোখ ছিল।
নদীর ঢেউের গল্প ছিল।
বাঁশির সুরের শব্দ ছিল।
আকাশ ছোঁয়া পাখি ছিল।
আমাদের আড্ডাতে সবুজ ঘাসের গন্ধ ছিল।
সমাজটাকে বদলে ফেলার কতশত তথ্য ছিল।
আমাদের আড্ডাটা হত
কবিদের সাথে,
সাহিত্যিকদের সাথে,
রাজনীতিবিদ বুদ্ধিজীবীদের সাথে,
সমাজ বদলানো মানুষ গুলোর সাথে।
আচ্ছা,
তোমরাও কী আমাদের মতো?
তাহলে,
তোমারা এখন কোথায় আড্ডা জমাও?