1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
আমি কিন্তু চেয়েছিলাম (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

আমি কিন্তু চেয়েছিলাম (কবিতা)

  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩৪৩ Time View

আমি কিন্তু চেয়েছিলাম
শহীদুল ইসলাম

আমি কিন্তু তোকে নিয়ে যেতে চেয়েছি দূর বহুদূর।
তুই চেয়েছিস সোনার খাঁচা আবার নাচতে চেয়েছিস দিন দুপুর।

আমি কিন্তু চেয়েছিলাম তোর হাতে হাতটি রেখে দেখবো চেয়ে আকাশ নীল।
উড়ে যাওয়া গাঙচিল।
দুজন মিলে দেখবো চেয়ে সন্ধ্যা নীড়ে ফিরছে পাখি।
পাল তোলা সোনার তরী নদীর ঢেউয়ে দুলতে দেখে
চাইবে তুমি নদী হতে
মেঘ করা আকাশ দেখে
অন্ধকারের পাহাড় ভাঙার শব্দ শুনে
চমকে গিয়ে ধরবে দু’হাত।

আমি কিন্তু চেয়েছিলাম কন্ঠ ছেড়ে চন্দ্ররাতে রবীন্দ্র গীত গাইবো দু’জন।
হাছনাহেনার গন্ধ মেখে হারিয়ে যাবো পরীর দেশে
মেঘের ভেলায় ভাসবো দু’জন কথা বলবো চাঁদের সাথে।

আমি কিন্তু চেয়েছিলাম দু’জন মিলে হাসবো ভীষণ।
হঠাৎ করে চোখে চোখে পড়বে ওচোখ হাতের মুঠোয় হাতটি রেখে চেয়েছিলাম বলতে তোকে
কত রকম প্রেম আলাপন গোপন কথা!
আলতো পায়ে সবুজ ঘাসে
চেয়েছিলাম হাঁটতে দু’জন।

আমি কিন্তু চেয়েছিয়াল ষড়ঋতুর রূপ দেখাতে
দিগন্তেরী সাজ দেখাতে।
চেয়েছিলাম দুপুর ঘন রোদ দেখাতে।

আমি কিন্তু তোকে নিয়ে যেতে চেয়েছি দূর বহুদূর।
না না প্যারিস কিংবা লন্ডন না।
ভ্যাটিকান তাও না।
ধরে নিও ঝিলের কাছে।
বয়ে চলা নদীর কাছে।
উড়ে যাওয়া পাখির কাছে।
ফুটে থাকা ফুলের কাছে।
রাত জাগা চাঁদের কাছে।
ভোর হওয়া আলোর কাছে।
দুপুর ঘন রোদের কাছে।
রঙিন বিকেল সাজের কাছে।

আমি কিন্তু চেয়েছিলাম রং তুলিতে আঁকতে তোকে।
তোর ছবিটা সেরা ছবি বলতে চেয়েছি প্রকৃতিকে।
লম্বা ঘন কৃষ্ণ কেশে
ছন্দে আঁকা নয়ন তারা
মুখের হাসি কন্ঠ বীণায় সুরের বাঁশি।
ভেতরে তোর প্রকৃতির রূপ দেখুক সবে নয়ন খুলে বলুক সবে প্রকৃত তুই।

আমি কিন্তু চেয়েছিলাম তোকে আমি দিন দেখাব।
অন্ধকারে রোদ দেখাব।
বনে বনে ফুটে থাকা বনফুলের রূপ দেখাব।

আমি কিন্তু তোকে নিয় যেতে চেয়েছি দূর বহুদূর।
তুই চেয়েছিস ময়না হতে
সোনার খাঁচায় গয়না পরে হাসতে নাচতে আকাশ দেখতে।
সোনার খাঁচায় যায়না দেখা আকাশ চন্দ্র তারা।
নদী ঝর্ণাধারা।
তোমার ছিল সুনীল আকাশ চাইলে সোনার খাঁচা
সোনার খাঁচায় পোষা ময়না হয়ে আকাশ দেখা যায় না।

আমি কিন্তু চেয়েছিলাম সকল দ্বন্দ্ব ভুলে যেতে।
দূরত্বের এই দেয়াল ভেঙে বিজয় কেতন উড়িয়ে দিতে।
চেয়েছিলাম দু’জন মিলে বাস ট্রাক ময়লা স্রোত সব পেরিয়ে শুদ্ধতম বাতাস নিতে।
চেয়েছিলাম সুস্থ হতে আরোগ্য এক সমাজ দিতে।
চেয়েছিলাম দু’জন মিলে দুয়ার খুলে বাইরে যেতে।
খোলা আকাশ দেখতে দেখতে কয়েকশ শতাব্দী পেরিয়ে এসে বলবো দু’জন সমস্বরে মাত্র এলাম
অথচ শতাব্দী পার!
ভাবতে ভাবতে পার হবে এমন আরো কয়েক’শ শতাব্দী।
তখন শতাব্দী শব্দটা এক আশ্চর্যবোধক শব্দ
আর তুমি আমি সত্য ও সুন্দর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...