1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
আমি কৃতার্থ (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

আমি কৃতার্থ (কবিতা)

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৩৪৩ Time View

আমি কৃতার্থ

শক্তি রনজিত

আমি জানতাম না প্রথম’ত পৃথিবীতে কি করে বেঁচে থাকতে হয়,
অটোমেটিক আমার আত্মা সে পথ খোঁজে নিয়েছে—–

পাশাপাশি প্রকৃতি আমাকে বেঁচে থাকতে ভীষণ ভাবে সাহায্য করেছে—–

প্রকৃতি ও অদৃশ্য আমার প্রিয় আত্মার প্রতি অশেষ কৃতজ্ঞ আমি——

আমি জানতাম না কিভাবে শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে হয়, অটোমেটিক আমার আত্মা সেটা গ্রহণ ও ত্যাগ করা শুরু করে—–

আমি জানতাম না কিভাবে অন্ন গ্রহণ করতে হয়, আর কিভাবে বা মলত্যাগ করতে হয়, অটোমেটিকলি প্রকৃতির ডাকে আমার আত্মা তা গ্রহণ ও ত্যাগ করা শুরু করে——

আমি জানতাম না দুঃখ আঘাত পেলে কিভাবে তা প্রকাশ করতে হয়,
আবার সুখ আনন্দ পেলে’ই বা কিভাবে প্রকাশ করতে হয়, অটোমেটিক আমার আত্মা পৃথিবীর সবাইকে তা বুঝাতে সক্ষম হয়েছে—–

আমি জানতাম না কারো সাথে সাক্ষাতে’র পর আবার কিভাবে তাকে স্বরণে রাখা, আমি জানতাম না কখন কাঁদতে হবে, কখন হাসতে হবে, অটোমেটিকলি আমার আত্মা সেটিং সিস্টেম সেটআপ শুরু করে——

তাই আমি আবারও ভীষণ ভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি, (ঈশ্বর) আমার প্রিয় আত্মা ও প্রকৃতির প্রতি—–

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...