1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
উন্নয়ন (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

উন্নয়ন (কবিতা)

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৩১০ Time View

উন্নয়ন
শহীদুল ইসলাম

জলের তলে তলানোকে
তোমরা বলো উন্নয়ন।

ফসল পঁচে চাষা মরে
গ্রাম থেকে কান্না আসে
অনাহারে মানুষ মরে।
বানের জলে মানুষ ভাসে।

লাশের সংখ্যা হাজার গুনে
বলবে হয়তো লাখ ফুরায়নি।

এটা তেমন ঘটনা নয়
এমনটাতো হতেই পারে।

উন্নয়নের দরজা দিয়ে
জোয়ার আসে পাল উড়িয়ে।

এমন মন্দ কপাল হলে
উন্নয়নের ঘন চাপে
পাহাড় দশে মানুষ মরে।
উন্নয়নের ছোঁয়া পেয়ে
এমন বলো ক’ জন মরে?

বেতন বোনাস পেতে পেতে
কারখানা যায় বন্ধ হয়ে।

আগুন জ্বলে পেটের ভিতর
আগুন জ্বলে ঘরে ঘরে।

বিষাদের ঈদ ছুটে আসে
লঞ্চ ডুবে যাত্রী মরে
ব্রেক ছাড়া গাড়ী চলে।
কি আনন্দ উন্নয়নে!
সুন্দরবনে বিদ্যুৎ চমকে।

উন্নয়নের আনন্দেতে
কোটি টাকা হাওয়ায় ভেসে
এ দেশ হতে বিদেশ গেছে
উন্নয়নের জোয়ার এলে
এমন যাওয়া যেতেই পারে

উন্নয়নের বাজেট রচে
জনগনের কাপড় খোলে।
কাপড় খোলায় কি আনন্দ
এটাই এখন উন্নয়নতো!

বিচারবিহীন স্বদেশ আমার
বেকারত্বের উড়িয়ে পাল।
তোমরা বলো উন্নয়ন।

চিকিৎসাহীন মানুষ মরে
স্কুল কলেজ ভার্সিটিতে
পেশাদারী ব্যবসা চলে।

মন্ত্রীরা সব হেসে বলে
উন্নয়নের বন্যা এলে
শহর তলায় জলের তলে।

বান এসেছে জল বেড়েছে।
তাই বলেকি উন্নয়ন;
একে বারেই থেমে গেছে!
উন্নয়নতো হাওয়ায় ভাসে
আকাশ পাতাল কাঁপিয়ে নাচে।

নষ্টদের এই ভন্ডামীতে
জনগণ আজ খুব বিপাকে।
অস্থিরতার যাঁতাকলে মানুষগুলো বেসামাল।
আর তোমরা বলো উন্নয়ন।

সামাল দিতে লাগাম টানো
জনতা আজ কন্ঠ ছাড়
হাত তুলে স্লোগান ধরো
অসভ্য এ অনিয়ম
চাইনা এমন উন্নয়ন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...