1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
একবার ডেকো - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

একবার ডেকো

  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৭২ Time View

একবার ডেকো

আমায় ডেকো কোন এক বিকালে,
স্বস্তির নিশ্বাস নিতে,
তুমি বললে তোমার জন্য একশ আটটা পদ্ম নিয়ে যাবো,,,
তোমায় নিয়ো ছুটে বেরাবো,
ঠিক যতক্ষণ পর্যন্ত নীল আকাশ শেষ না হবে,,,
তুমি যদি চাও নদীর বুকে ছবি আঁকতে,
আমি সেখানেও নিয়ে যাবো,,,,
নিয়ে যাবো তোমায় শাপলা দীঘির পানে,,
লাল নীল শাপলায় সাজাবে নিজেকে,,
রুপকথা স্বর্গরাজ্য?
নিয়ে যাবো না হয়, সে তো আর বেশি দূরে নয়,
শুধু একবার ডেকো
[ প্রিয়???????? ]

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...