1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
এমন একটা সময় ছিল (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

এমন একটা সময় ছিল (কবিতা)

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩৫১ Time View

এমন একটা সময় ছিল
শহীদুল ইসলাম

এমন একটা সময় ছিল।
সে সময়ের সমস্ত সময়টাতে তুমি ছিলে।
এমন একটা সময় ছিল।
তোমায় ভেবে সকাল বিকেল সন্ধ্যা হতো।
তোমায় ভেবে রাত ফুরাতো।
আকাশ গায়ে রাতের বুকে
তোমায় নিয়ে চন্দ্রতারার দুষ্টুমিষ্টি আলাপ হতো।

এমন একটা সময় ছিল।
দু’ হাত দিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল।
আকাশ গায়ে রামধনুতে
তোমার নামটি লিখে দিতে
খুব পরিমাণ ইচ্ছে ছিল।
কল্পনাতেও গল্পে মজার
খুব পরিমাণ ইচ্ছে ছিল।

এমন একটা সময় ছিল।
কথায় কথায় তোমার কথা
খুব পরিমাণ বলা হতো।

এমন একটা সময় ছিল।
বইয়ের পাতায় অজানাতেই
তোমার নামটি লেখা হতো।
কলেজ ব্যাগে, পড়ার টেবিলে
খাতার পাতায়
তোমার নামটি লেখা হতো।

এমন একটা সময় ছিল।
তোমায় নিয়ে ছন্দ হতো।
তোমায় নিয়ে কবিতা হতো।
তোমায় নিয়ে গানের কলি আসর হতো।
তোমায় নিয়ে খুব পরিমাণ গল্প হতো।

এমন একটা সময় ছিল।
তোমার নামে চিঠি লিখতো।
তোমার জন্য পথের ধারে
কেউ একজন
অচেনা চেনা দাঁড়িয়ে থাকতো।
তোমার জন্য কেউ একজন
অপেক্ষা শেষেও
আরো একটু বসে থাকতো।

এমন একটা সময় ছিল।
খুব দামী
খুব একান্ত
খুব মূল্যবান
খুব স্মৃতিমান।

এমন একটা সময় ছিল।
তোমার ত্বকের তিলগুলোও
প্রচন্ড বেগে ঝড় তুলতো।
অবশেষে গবেষণা হতো
তোমার মুখের বাঁকা দাঁতটা
খুব পরিমাণ ভাব জমাত।
টোল-পড়া হাসির চিহ্ন খুব ভাবাত।
প্রায় একশতটার একটু বেশি
এ নিয়ে কাব্য হতো।
যার প্রতিটা লাইন সবার প্রিয়।

এমন একটা সময় ছিল।
সে সময়ের সমস্ত সময়টাতে তুমি ছিলে।
শতাব্দী পেরিয়ে সুউচ্চ চূড়ায়
পা রাখতে না রাখতেই
চেয়ে দেখি
সময়টা হারিয়ে যাচ্ছে খুব দ্রুত।
ভেসে যাচ্ছে সব কিছু সময়ের স্রোতে শহর সমুদ্র পেরিয়ে।

সময়ের সাথে তুমিও;
বিলিন হয়ে যাচ্ছ।
আমার সমস্তটা যা কিছু জুড়ে আকড়ে ছিলে।
তুমি ছন্দ কবিতা থেকে বিলিন হোচ্ছ।
তুমি বইয়ের পাতা খাতা থেকে বিলিন হোচ্ছ।
তুমি স্মৃতি, কল্পনা, স্বপ্ন থেকে বিলিন হোচ্ছ।
তুমি ধীরে ধীরে জীবন থেকে বিলিন হোচ্ছ।
তুমি সভ্যতার সৃষ্টি থেকে প্রায় বিলুপ্ত, নিশ্চিহ্ন।

১৫/০৫/২০১৭ ইং

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...