1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
ওদের একটু ভালোবাসা দাও (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

ওদের একটু ভালোবাসা দাও (কবিতা)

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩২৮ Time View

ওদের একটু ভালোবাসা দাও
কবিঃ আনোয়ার হোসেন সোহাগ

শহরের পথে বাস্তুহারা অনেক শিশু থাকে
হয়তো তারা জানে না তাদের জন্মপরিচয়
তবুও ঠিক পায় ট্যাবলেট, ফুলওয়ালা, আর
টুকাইয়ের মতো কত বিশেষণে বিশেষিত হওয়ার সুযোগ।
পায় না শিক্ষার আলো, রাতে ঘুমোনোর আশ্রয় আর অনেক সময় জুটে না পাতে ভাত এভাবে কেটে যায় এদের যুগের পর যুগ
এদের উপরে পড়ে না নতুন সূর্যের আলো
দেখে না বৃষ্টির পরে আকাশের রংধনু
শুনে না ভালোবাসার গান।
কীভাবে শুনবে ওরা ভালোবাসার গান?
কেউ তো ওদের ভালোবাসে না।
বরং গরিব পথশিশু ভেবে ওদের ঘৃণা করে ঘৃণা।
তবে এটি কি মানুষের ধর্ম?
ওরাও তো মানুষ, ওরা হয়তো পায়নি তোমার মতো সুযোগ, তাই তো পথে পথে ঘুরে করে কর্ম।
আর তুমি করো অফিসে গিয়ে কাজ, তুমি খাও ভালো ভালো খাবার হয়তো ওরা পায় না।
মানুষ হিসেবে তাদের আছে অধিকার
আছে সুযোগ নতুনভাবে পরিচিত হওয়ার।
শুধু দরকার ওদের পাশে দাঁড়িয়ে একটু ভালোবাসা দেয়া।
তবে দেখবে ওরা বিশ্ব জয় করবে, বিশ্ব জয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...