1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
করোনা (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

করোনা (কবিতা)

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৪ Time View

করোনা

মো: আশরাফুল ইসলাম।

করোনা মানে পুষ্প মুকুট, যা করাই মনটা কুটুস-কুটুস;
সারা সকাল, সারা বেলা, সারা দিবা-রাত্রী, মন করে ফুটুস-ফুটুস।
‘কোভিট-19’ নামে উহান নগরী চীনে কী এলো রে ভাই;
ঘরে ছাড়া থাকার কোন উপায় যে আর নাই।

শত বছর পরে আসে বৈশ্বিক মহামারি জানান দেয় তো অতীত,
তাইতো মোরা করিতে পারি না সু-চিকিৎসা রোগীর সহিত।

করোনা করবে না কারও প্রতি করুনা;
যদি আমরা নিজ হতে না ভাবি সচেতন ভাবনা।

আল্লাহ্ ছাড়া ক্ষমতা নাই কোন ডাক্তার, বৈদ্য, আলেম ওলামার;
করোনা থেকে বাঁচবে জীবন, যদি করি বাস্তবায়ন সু-চিকিৎসার।

আল্লাহ্ মহান, আল্লাহ্ দয়াল পার করিবে তোরে;
ঠান্ডা মাথায় চিন্তা করে বুদ্ধি খাটাও জোরে।
মহামারি নিধোনকালে ঘরে বয়ে থাক,
জায়নামাজে বয়া-বয়া আল্লাহ্-আল্লাহ্ ডাক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...