1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
কেন এমন হলো (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

কেন এমন হলো (কবিতা)

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩১৯ Time View

কেন এমন হলো

মুহাম্মদ ফারহান ইসলাম নীল ৷

কথা ছিল আমরা সবাই মিলে মিশে থাকবো ৷
অথচ আপনি আমাদের আলাদা করে দিয়েছেন ৷
আমাদের মাঝে সৃষ্টি করেছেন ধনী , গরীবের দেয়াল ৷
আপনি উপর তলার রাজা অামরা গাছ তলার ফকির ৷

কথা ছিল আপনি আমাদের খোঁজ খবর রাখবেন ৷
অথচ আপনার থালায় বিরিয়ানী আমরা ডাস্টবিনে খাবার খুঁজি ৷
আমাদের শরীর থেকে বের হয় গন্ধ ৷
আপনি ঘুমিয়ে থাকেন এসি লাগানো ঘরে ৷

কথা ছিল আপনি আমাদের বিপদে পাশে থাকবেন ৷
অথচ আমার ধর্ষিতা বোনের খুনির বিচার পাইনি ৷
চোখের জলে ভিজিয়ে ফেলেছি আমার বুক ৷
কিন্তু আপনি নারীকে দিয়েছেন সমান অধিকার ৷

কথা ছিল সত্য বলার অধিকার সবার আছে ৷
অথচ সত্যবাদী মানুষ গুলো রাতে আঁধারে হারিয়ে যায় ৷
গলা কাটা দেহ পড়ে থাকে শহরে গলিতে ৷
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানুষ গুলো এখন কারাবন্দি ৷

কথা ছিল এই দেশটা হবে মাদকমুক্ত ৷
অথচ নেশাগ্রস্থ ছেলে খুন করে বাবাকে ৷
মাতাল বাবার হাতে ধর্ষিতা হয় মেয়ে ৷
অন্ধ অাইন নিরবতা পালন করে দিবানিশি ৷

কথা ছিল গরীব,অসহায় মানুষ ডাল,ভাত খাবে তিন বেলা ৷
অথচ না খেয়ে রাস্তায় ঘুমিয়ে থাকে পথশিশু ৷
রিলিফের চাল চুরি করে পাতি নেতার চামচা ৷
নেতার ফ্রীজে বন্দি থেকে নষ্ট হয় হরেক রকম খাবার ৷

কথা ছিল আমরা মানুষ হবো ৷
অথচ আমরা হয়েছি লেজ বিহীন মানুষরূপী কুত্তা ৷
আমরা নিজেদের মধ্যেই কামড় কামড় খেলি ৷
ছারপোকার মতো রক্ত চুষি অসহায় মানুষের ৷

প্রেমনগর,লতিফপুর ৷
২৫-০৮-২০২০

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...