1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
চিঠি (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

চিঠি (কবিতা)

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৩৭০ Time View

চিঠি

মুহাম্মদ ফারহান ইসলাম নীল

আমি দুই হাজার আটাশ লাইনের একটি চিঠি লিখবো ৷
নীল খামে পাঠিয়ে দিবো আপনার ঠিকানায় ৷
আমার সম্পর্কে সব কথা লেখা থাকবে চিঠিতে ৷
লেখা থাকবে আমার প্রতি আপনার অবহেলার কথা ৷

সাত রঙের কালি দিয়ে লিখবো চিঠিটি ৷
চিঠির প্রতি লাইনে আপনার নাম লেখা থাকবে ৷
প্রতি চার লাইন অন্তর লিখবো দুই লাইনের অণুকাব্য ৷
চাঁদনী রাতে নীল আকাশটাকে দেখে দেখে চিঠিটি লিখবো ৷

বেকার জীবনে আপনাকে ভালোবেসে কতটা ভুল করেছি ,
চিঠির আটাশ নাম্বার লাইনে তা লিখবো ৷
আপনার প্রতি আমার কতটা মায়া ছিল সেটাও জানতে পারবেন ,
চিঠির সাইত্রিশ নাম্বার লাইনটি পড়লে ৷

বায়ান্ন থেকে আশি নাম্বার লাইন অব্দি পড়লে বুঝতে পারবেন আমার মাথার চুল এতো বড় কেন ?
আপনার শ্যামলা মুখের প্রতি আমার কতটা মায়া ছিল ,
একশত থেকে একশত আশি নাম্বার লাইন পড়লে জানতে পারবেন ৷

দীর্ঘ তিনশত রজনী জেগে থেকে আমি এই চিঠি লিখবো আপনাকে দেওয়ার জন্য ৷
চিঠির তিনশত ছাপান্ন নাম্বার লাইন থেকে পাঁচশত আশি লাইন অব্দি পড়লে বুঝতে পারবেন আমার বুকের ব্যথার কথা ৷
চিঠির ভাষা গুলো হবে সরল এবং বেদনাদায়ক ৷
চিঠির শেষের লাইনে আপনার নামটি লিখবো আমার শরীরের রক্ত দিয়ে ৷

 

প্রেমনগর,লতিফপুর ৷

#কাশফিয়া_একটি_ফুলের_নাম_কাব্যগ্রন্থ_থেকে_নেওয়া ৷ ( অপ্রকাশিত )

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...