1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
জলের বুকে তুমি (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

জলের বুকে তুমি (কবিতা)

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪১ Time View

জলের বুকে তুমি
এম বিল্লাহ

ওহে পুষ্প কলি! ওহে রেইন লিলি!
জল দিঘিতে থাকো তুমি, জলে তোমার বাস।
তোমাকে দেখতে মন টা যে মর, কাঁধে বার মাস।
নব নব পুষ্প বাগানে, ফোটে রঙিন ফুল!
বৃষ্টির জালে তোমার বুকে, ফোটে হাসির ফুল।

ও হে রেইন লিলি! ও হে হৃদয়ে কলি!
মোর কমল হাতের আলতো ছোঁয়ায়,
তুমি ভাসছ জলের বুকে।
তোমায় আমি যত্ন করিব, সকাল বিকেল সাঁঝে।
তোমার আমি ভালোবাসিব, মন প্রাণ উজার করে।
তোমার আমি আগলে রাখিব, ভালোবাসার সমুদ্রে।

ও হে পুষ্প কলি! ও হে রেইন লিলি!
জলে ভেসে জলে ডুবে- তোমায় করব আপন!
যৌবনের ঐ প্রভাত ক্ষণের রঙিন আলোয়-
আমায় কি করবে স্মরণ ?
তিমির রাতে প্রদীপ জ্বালিয়ে-
আমায় করবে কি আপন ?
——

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...