1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
জাতীয় কবি নজরুল (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

জাতীয় কবি নজরুল (কবিতা)

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩৯৯ Time View

জাতীয় কবি নজরুল
জিয়াউর রহমান জিয়া

দুখু মিয়া থেকে হলেন
কাজী নজরুল,
দেখতে বেশ ছিল তার
মাথার ঝাকড়া চুল।

চুড়ুলিয়া গ্রামে জন্ম নিলো
ফুটন্ত এক ফুল,
মানবতার গান লিখেছেন
বিদ্রোহী নজরুল।

সবার হৃদয়ে থাকবে তুমি
হে কবি নজরুল,
তোমার কথা মোদের কভু
পরবে না যে ভুল।

তোমার লেখা অগ্নিবীণা
আর বিষের বাঁশি,
নিপীড়িত মানুষের মুখে
ফুটিয়েছে হাসি।

রিক্তের বেদন, সাম্যবাদী
আর ঝিঁঙে ফুল,
তুমি মোদের জাতীয় কবি
কাজী নজরুল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...