1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
জীবনচক্র - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

জীবনচক্র

  • Update Time : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২০০ Time View

জীবনচক্র
শহীদুল ইসলাম

কেউ মরে যায় কেউ জন্মায়।
কেউ ফিরে আসে কেউ চলে যায়।
যাওয়া আসা জন্মমৃত্যু বিচ্ছেদ সম্পর্কে
এক সুন্দর জীবনচক্র
ভোগ করে চলি।
জীবন বৃক্ষ তলে দাঁড়িয়ে, চেয়ে দেখি
জীবন বয়ে চলে নদীর মতো।
জীবনে সুখ ব্যাথা আনন্দ দুক্ষ ভাবনা স্বপ্ন প্রেম অপ্রেম সব থাকে।
থাকে বন্ধু কোলাহল
একাকিত্ব নীরবতা নির্জন।
একদিন ছুটে আসি জীবন গলির পথ ধরে
জীবনকে সাথে নিয়ে।
বুকে চেপে।
একদিন ছুটে যাবো জীবন গলির পথ দিয়ে
জীবনকে সাথে নিয়ে।
বুকে চেপে।
চলে যেতে যেতে একদিন জীবনকে বিদায় দেব বুকের মোহনা থেকে।
সমস্ত প্রেম বেদনা অপেক্ষা আক্ষেপ থেকে।
জীবন বিদায় নেবে।
রোগ শোক অনুতাপ রাগ বলে থাকবে না কিছু
বিদায় নেব সুর গল্প কবিতা
হাত বাড়ানো বন্ধুর বন্ধন থেকে।
বিদায় নেব তিলেতিলে গড়ে তোলা বিশ্বাস থেকে।
সব কিছু থেকে নেব বিদায়।
অসমাপ্ত রেখেই সমাপ্ত হবে ডায়রী লেখা।
জীবন কখনো দীপের উপর স্থির দাঁড়িয়ে নয়,
বরং এভাবে উপভোগ করে চলে সমস্ত জীবন,
এক সুন্দর জীবনচক্র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...