1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
তুমি এলে (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

তুমি এলে (কবিতা)

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ২৮৮ Time View

তুমি এলে

মোঃ মোস্তাফিজুর রহমান

 

তখন তুমি ছিলে না
ছিলাম না আমিও,
কিন্তু, কী এক মহাপরিকল্পনা ;
আমার বাম পাঁজরের হাড় থেকেই তুমি মনোনীত হলে।

যা বিধাতার একান্তই মনোবাসনা;
তিনি আদি পিতা হযরত আদম(আঃ)
মা বিবি হাওয়া (অাঃ) সহ ক্রমেক্রমে সব সৃষ্টি করলেন।
যেমন আমি,তুমি, আমরা সবাই——।

পৃথিবীর মুক্ত হাওয়ায় ডানা মেলে উড়ার চেষ্টা করেছি
কখনও একা বেড়িয়েছি দূর দিগন্তে।
আমি কিঞ্চিৎ পূর্বে আগত বৈকি;
একাকিত্ব ঘুচাতে
তোমার প্রতীক্ষায় অপেক্ষমাণ প্রেমাষ্পদপথিকের চেয়ে থাকা।

তুমি এলে পরম শ্রদ্ধেয় মাতৃ হৃদয়ে,
তোমার বেড়ে উঠা ধীরে ধীরে অনুভূত হলো;
এক শুভক্ষণে তুমি মর্তে এসে মায়ার বুনন দেখলে।

আজ সেই দিন,
তুমি গাঁয়ের ধূলি কণায় লালিত হলে—-
অবশ্য অজানাই ছিলে আমার কাছে।
দৃষ্টিগোচর হয়নি কোন প্রহরেও—–
তবুও তুমি আমাকেই খুঁজে নিলে;
মায়ার বাঁধন থেকে শুধুই আমার হলে।

তুমি থেকো যুগ যুগ ধরে আমার হৃদয়পটে স্বপ্নের রাণী হয়ে।
মমতার আশীষ বুলিয়ে যেও, শেষদিন অবধি;
এক মায়াময় আবহে আঁকড়ে থেকো—–
আমারই প্রীতিড়োরে।
আজকের এই শুভক্ষণ বার বার দোলা দিয়ে যাক এই জীবনে;
তা যেন কখনও না ফুরায় এই মিনতিতে
তোমারই স্বপ্নসখা অপলক দৃষ্টে তাকিয়ে;
তোমায় হাতছানি দিচ্ছে, সুদূর প্রান্তর থেকে—-
ভাল থেকো তুমি, এই শুভ জন্মদিনে।

তুমি এলে, স্বপ্নের বাংলাদেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...